সরদহ সরকারি মহাবিদ্যালয়ে মানোন্নয়নের নিয়মাবলী

মানোন্নয়ন প্রক্রিয়া online এ সম্পন্ন হবে।


অনলাইনে মানোন্নয়ন আবেদন ফরম পূরণের জন্য নিম্নলিখিত তথ্য সাথে থাকতে হবে।

  • ০১ঃ শিক্ষার্থীদের অনার্স/ডিগ্রি/এইচএসসি এর ক্ষেত্রে রেজিস্টেশন নম্বর (অনার্স ১ম বর্ষ এর ক্ষেত্রে Admission রোল নম্বর)।
  • ০২ঃ শিক্ষার্থীর PP Size Photo এর Softcopy (300p ×300p) যা 300KB এর বেশি নয়।
  • ০৩ঃ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ।
  • ০৪ঃ এসএমএস প্রদানের জন্য মোবাইল নম্বর।
  • ০৫ঃ আবেদন ফি এর টাকা।

Online এ মানোন্নয়নের নিয়মাবলী

Online ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.sardahcollege.edu.bd গিয়ে Improvement মেনু তে ক্লিক করতে হবে। সেখানে ভর্তির নিয়মাবলীসহ কয়েকটি ধাপ পাওয়া যাবে ।


Step One : এক্ষেত্রে শিক্ষার্থীদের অনার্স/ডিগ্রির এর ক্ষেত্রে রেজিস্টেশন নম্বর (অনার্স ১ম বর্ষ এর ক্ষেত্রে Admission রোল নম্বর) এবং তাৎক্ষনিক মেসেজ পাওয়ার জন্য একটি মোবাইল নম্বর দিয়ে Submit করতে হবে । মোবাইলে এসএমএস এর এর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে Dutch Bangla Bank Mobile Banking Rocket এর মাধ্যমে ফরম ফিলাপ/ভর্তি ফি পরিশোধ করতে হবে ।

০১. DBBL Rocket Account থেকে ডায়াল *322#
০১. Bill Pay
০১. Self ( আবেদনকারী নিজ অভিভাবকের নম্বর হতে ফি পরিশোধের জন্য )
Or
২. Other (Agent বা অন্য কারো নম্বর হতে ফি পরিশোধ করলে Other Select করার পরে আবেদনকারীর অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে । )
Enter Biller ID
এখানে সরদহ সরকারি মহাবিদ্যালয় এর Biller ID: 2554 বসাতে হবে ।
Enter Bill No: এখানে শিক্ষার্থীদের অনার্স/ডিগ্রির এর ক্ষেত্রে রেজিস্টেশন নম্বর (অনার্স ১ম বর্ষ এর ক্ষেত্রে Admission রোল নম্বর) বসাতে হবে।
Enter Amount : এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত Amount বসাতে হবে ।
RocketAccount এর Pin দিন।
ফি পরিশোধ সফলভাবে সম্পন্ন হলে ফিরতি এসএমএস এর মাধ্যমে TxnID পাওয়া যাবে । যা দিয়ে Step Two সম্পন্ন করতে হবে ।

Step Two : এক্ষেত্রে শিক্ষার্থীদের অনার্স/ডিগ্রির এর ক্ষেত্রে রেজিস্টেশন নম্বর (অনার্স ১ম বর্ষ এর ক্ষেত্রে Admission রোল নম্বর) এবং SMS এ প্রাপ্ত TxnID দিয়ে Submit করতে হবে । এক্ষেত্রে একটি আবেদন ফরম পাওয়া যাবে । ফরম এ লাল * তারকা চিহ্নিত Field গুলো অবশ্যই পূরণ করতে হবে । ফরমটি যথাযথ ভাবে পূরণ করে Save as Draft এ ক্লিক করতে হবে । কোন সংশোধন থাকলে Edit করার পর Submit এ ক্লিক করতে হবে । একবার Submit Confirm করলে কোন প্রকার সংশোধন পরিবর্তন করা যাবে না ।

Print Copy Download করার জন্য Step Three তে যেতে হবে ।


Step Three: এখানে শিক্ষার্থীদের অনার্স/ডিগ্রির এর ক্ষেত্রে রেজিস্টেশন নম্বর (অনার্স ১ম বর্ষ এর ক্ষেত্রে Admission রোল নম্বর) এবং Password এর মাধ্যমে প্রবেশ করে Submit কৃত ফরমটি Print করা যাবে।

অধ্যক্ষ

সরদহ সরকারি মহাবিদ্যালয়,
রাজশাহী